বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তাই তো মায়ের কোলে খেলা করে শিশুরা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও তার ব্যতিক্রম হল না। এখন উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম। তাই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বন্যপ্রাণীরা গত কয়েক দিন ধরেই রয়েছে দারুন মেজাজে। বাঘিনী শিলা মেতেছে তার চার শাবকের সঙ্গে খেলায়।
মায়ের সঙ্গে বিভিন্ন মুডে খেলছে চার শাবক। বন্যপ্রাণদের বিভিন্ন এনক্লোজারে ধরা পড়ল নানা মুডের ছবি। জানা গেছে, এপ্রিল মাসে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। যাদের মধ্যে একটি মারা গিয়েছে। তারপর থেকে বাকি চার ছানাকে আরও বেশি করে আগলে রাখছিল সে। তবে এবার গরমের দাপট কিছুটা কমতেই মেজাজেও বদল এসেছে শিলার। শাবকরা কখনও মায়ের সঙ্গে আবার কখনও নিজেদের মধ্যে খেলছে। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সদ্য জন্মের পর বেঁচে থাকার যে লড়াই তা খানিকটা সামলে সামলে উঠেছে এই চার নতুন সদস্য।