১৯ এপ্রিল, ২০২৪

Assembly: রাজ্যের নতুন তথ্য কমিশনার প্রাক্তন ডিজি বীরেন্দ্র, শুভেন্দুর অনুপস্থিতিতেই সিদ্ধান্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-15 15:55:33   Share:   

রাজ্যের পরবর্তী তথ্য কমিশনার (Information Commissioner) হলেন রাজ্য পুলিসের প্রাক্তন ডিজি বীরেন্দ্র (Former IPS Virendra)। বুধবার এই ঘোষণা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিধানসভার বৈঠকে বীরেন্দ্রর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। রাজ্যের বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই বিধানসভায় (Assembly) এই বৈঠক হয়েছে। যদিও প্রোটোকল মেনে তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকতে হয় মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে।

এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা আমন্ত্রণ পেলেও, তিনি উপস্থিত না থাকার কারণ আগেই জানিয়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রায় ৬ মাস ধরে ফাঁকা রাজ্যের তথ্য কমিশনারের পদ। ১০ জন এই পদের জন্য আবেদন জমা দিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রীর ঘরে এই বৈঠক হয়।

এই বৈঠক শেষে মন্ত্রী শোভনদেব জানান, '১০ জন এই পদের জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বীরেন্দ্রের নাম প্রাস্তাব করেন। তাঁকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে।' 


Follow us on :