১৬ এপ্রিল, ২০২৪

N24: লুপ্তপ্রায় প্রজাতির ৭০টি কচ্ছপ বাড়িতে রেখে গ্রেফতার বনগাঁর দম্পতি, বাজারে বিক্রির ছক?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-09 13:50:46   Share:   

প্রায় ৭০টি কচ্ছপ-সহ (extinct tortoise) ২ জনকে গ্রেফতার করা হয় বনগাঁ (Bongaon arrest) ধরমপুর বাজার থেকে। রবিবার রাতে অভিযুক্ত ওই দম্পতিকে আটক করে বারাসাত রথতলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সোমবার দুজনকেই বনগাঁ আদালতে তোলা হবে। বনগাঁ ধরমপুর বাজার থেকে প্রায় ৭০টি কচ্ছপ উদ্ধার করেন বন দফতর কর্মীরা। বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ ধরমপুর বাজারে অভিযান চালান অফিসারেরা। ধরমপুর বাজার থেকে প্রায় ৭০টি কচ্ছপ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ১ লক্ষ টাকা। 

রেঞ্জার অফিসার রাজু সরকার জানান, 'মূলত পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রির উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। এই বিভাগীয় কচ্ছপগুলি বিলুপ্তপ্রায় কচ্ছপের শ্রেণীতেই পড়ছে। বিলুপ্তপ্রায় এই কচ্ছপ জাতীর বাংলা নাম তিল কাছিম। বিলুপ্তপ্রায় এই কচ্ছপকে বাড়িতে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে। সোমবার দুজনকেই বনগাঁ আদালতে তোলা হবে।'  



Follow us on :