১৬ এপ্রিল, ২০২৪

Monkey: ঝোপে স্তূপীকৃত অবস্থায় পড়ে ৪০টি বাঁদরের দেহ! বিষ প্রয়োগে খুন দেখছে বন বিভাগ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-26 13:11:31   Share:   

একসঙ্গে প্রায় ৪০টি বাঁদরের (monkeys) মৃতদেহ (Dead) উদ্ধার। স্থানীয়রা ঝোপের মধ্যে স্তূপাকৃত অবস্থায় এতগুলো বাঁদরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এই অমানবিক ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলাম (Srikakulam) জেলার কবিতা মণ্ডলম শিলাগাম এলাকার।

স্থানীয়রা জানায়িছেন, আরও কয়েকটি বাঁদর অচেতন অবস্থায় পড়ে ছিল। তাঁরা ওই অচেতন বাঁদরগুলিকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু খাওয়ার মতো অবস্থায় ছিল না তারা। বন বিভাগ মৃত বাঁদরগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পশু আইনে মামলা দায়ের করে।

শ্রীকাকুলামের কাসিবুগা বন কর্মকর্তা মুরালি কৃষাণ বলেন, 'আমরা জেলায় এমন ঘটনা আগে দেখিনি। কেউ বানরগুলোকে ট্রাক্টরে করে গ্রামের বনাঞ্চলের কাছে ফেলে রেখেছিল। এই ঘটনায় প্রায় ৪০ থেকে ৪৫টি বাঁদর মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই বানরগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ৫ দিনের মধ্যে রিপোর্ট আসবে। এ ঘটনায় পশু আইনে মামলা হয়েছে। তদন্ত চলছে এবং খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।'


Follow us on :