LATEST NEWS
28 May, 2023

Leopard: ভাল্লুকের জন্য পাতা খাঁচায় ঢুকলো লেপার্ড, মেটেলির চা বাগানে উৎসাহী মানুষের ভিড়
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১১-২৬ ১৪:৪৯:১২   Share:   

চা বাগানে (Tea Garden) বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড (Leopard)। ঘটনাটি মেটেলি ব্লকের (Jalpaiguri Meteli) কিলকোট চা বাগানের। ঘটনায় চা বাগানে এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বার সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়েছিল। শনিবার ভোরে বাগানের বাসিন্দারা ওই এলাকায় লেপার্ডের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখে যে একটি লেপার্ড খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে। খাঁচায় লেপার্ড ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে চা বাগান এলাকায়।

খবর যায় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা-সহ লেপার্ডটিকে গরুমারায় নিয়ে যায়। উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হেয়ছিল। বাগানে কাজের সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে দাবি করা হয়েছিল। ওই দিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিশ মেলেনি ওই বন্যপ্রাণের। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচাও বসানো হয়। ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই লেপার্ডটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। লেপার্ডটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :