২০ এপ্রিল, ২০২৪

Anubrata: গরু পাচারের কালো টাকাতেই সুকন্যার নামে ফিক্সড ডিপোজিট!
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-19 12:59:17   Share:   

কেন্দ্রীয় সংস্থা ইডির (ED) জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, শনিবার জেরার মুখে পড়ে অনুব্রতর (Anubrata Mondal) হিসেব রক্ষক মনীশ কোঠারি জানিয়েছেন, 'গরু পাচারের কালো টাকাতেই করা হয় সুকন্যা মণ্ডলের ফিক্সড ডিপোজিট। কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য আগেই প্রকাশ করেছে সিএন। প্রায় ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথি সিএন এর হাতে।

দেখা গিয়েছে, বোলপুরের ব্যাঙ্ক অফ বরদাতেই সুনক্যার নামে রয়েছে ১১ টা ফিক্সড ডিপোজিট। যেখানে রয়েছে ৫ কোটি ২৭ লক্ষ টাকা। সুকন্যার নামে রয়েছে সল্টলেকের এসবিআই ব্যাঙ্কের শাখায় ৫ টা ফিক্সড ডিপোজিট। সেখানে রয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ ৬৬ হাজার ২৬৪ টাকা। এই সব গরু পাচারের কালো টাকাতেই করা হয় ফিক্সড ডিপোজিট। এই সব ফিক্স ডিপোজিট খোলা হয়েছে দু'বছরের মধ্যে। অর্থাৎ ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে।


Follow us on :