ব্রেকিং নিউজ
Fire-broke-out-in-slum-area-of-Khhirpai-Municipality-in-West-Midnapore
Fire: সকালের ভয়াবহ আগুনে ভস্মীভূত ৫টি বস্তি, ক্ষীরপাইতে আতঙ্ক

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-06 14:02:31


সোমবার সাত সকালে ভয়াবহ আগুন (Fire) লাগল পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার ক্ষীরপাই পুরসভার (Khirpai Municipality) এক বস্তিতে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর রাতের এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল আসতে আসতে ৫টি বাড়ি একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে পরিবারের প্রয়োজনীয় নথি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। আর কিছু কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষীরপাই হালদার দিঘি এলাকার ওই বস্তির বাসিন্দারা। হালদার দিঘি বস্তিতে, বেশ কিছুদিন ধরে ১৫টির মতো পরিবার বসবাস করছিল।

হঠাৎ করে সোমবার ভোররাতে সেই বস্তিতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পাশাপাশি পানীয় জলের কোনও ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে পারেননি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পুরসভা।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন