২৩ এপ্রিল, ২০২৪

Bagda: কাঠ চেরাই মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক ৯ লক্ষ টাকার সম্পত্তি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-08 12:39:57   Share:   

ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বাগদার খদ্দকুলবেড়িয়াতে কাঠ চেরাই করার মিলে(Wooden Factory) আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সম্পত্তি। ঘটনাস্থলে বাগদা থানার(Bagdah police) পুলিস। ঘটনাস্থলে দমকলের(Fire Brigade) দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আগুন দেখতে পান তাঁরা। তত্ক্ষণাত্ মিলের মালিক তাপস রায়কে ফোন করে আগুন লাগার খবরটি জানায় তাঁরা। কিছুক্ষণ পরে দমকলের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের মালিক তাপস রায় জানান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর তাঁকে ফোন করে জানান স্থানীয়রা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাপস রায় বাগদা থানায় খবর দেন। পুলিসের পক্ষ থেকেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের মালিক তাপস রায় আরও জানান, 'প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কাঠ চেরাই করার মেশিনগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।' তবে মূলত শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান তাপস রায়ের। তবে পুলিসের কাছে এই ঘটনার সঠিক তদন্ত করার আবেদন জানান তিনি।


Follow us on :