২৬ এপ্রিল, ২০২৪

Firearms: পুজোর সময়ে কোচবিহারে পুলিসি অভিযানে অস্ত্র উদ্ধার, স্বস্তিতে এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-01 15:39:11   Share:   

পুজোর সময়ই আগ্নেয় অস্ত্র (Firearms) উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে (Cooch Behar)। পুলিসের (police) এই অভিযানে খুশি এলাকাবাসী। ঘটনাটি কোচবিহার শহরের মিনি বাস (mini bus) স্ট্যান্ড এলাকার। তবে পুজোর আগেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত (panic) সাধারণ মানুষ।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতওয়ালি থানার পুলিস বিশেষ একটি অভিযান চালায়। আর তাতেই সাফল্য পায়। শনিবার ভোর প্রায় ৪টে নাগাদ তপন সরকার নামে যুবককে আগ্নেয় অস্ত্র-সহ গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ৪টি বন্দুক ও ৬টি কার্তুজ উদ্ধার করে পুলিস। শহরের মিনি বাসস্ট্যান্ড এলাকা থেকেই তাঁকে গ্রেফতার (areest) করা হয়।

পুলিস সূত্রে জানা যায়, ওই যুবকের বাড়ি কোচবিহার চান্দামারী এলাকায়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান অস্ত্রগুলো বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। কোচবিহার জেলা পুলিসের অতিরিক্ত জেলা পুলিস সুপার কুমার শনি রাজ জানান, পুলিস গোটা বিষয়ের তদন্ত শুরু করছে। তবে পুজোর সময় বন্দুক উদ্ধার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।


Follow us on :