Share this link via
Or copy link
রেশন ডিলারের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। দুয়ারে রেশন পৌঁছতে সমস্যা, আর তা থেকেই মানসিক অবসাদ। তার জেরেই আত্মহত্যা বলে দাবি পরিবারের।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী জনস্বার্থে দুয়ারে রেশন প্রকল্প ঘোষণা করেছেন। সেই মতো শুরুও হয়েছে কাজ। কিন্তু দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে বিস্তর অভিযোগ সামনে আসে। নানা অসুবিধা সত্ত্বেও দুয়ারে রেশন পরিষেবা দিয়ে থাকেন রেশন ডিলাররা। অভিযোগ, সরকারের এই ব্যবস্থায় আয়ের তুলনায় বাড়ছে খরচ। এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছতে চারচাকা মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চু দে। এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপরে ফোন করেও তার সন্ধান মেলেনি। আচমকা রেশন ঘরের ছাদে রেশন ডিলার বাচ্চু দে-র ঝুলন্ত দেহ নজরে আসে। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
দুই মেয়ে নিয়ে সংসারে আর্থিক অনটনের কারণ নিয়ে চিন্তা করতেন বলে জানান স্ত্রী।
মৃত্যুর কারণ জানতে পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনা ঘিরে এলাকা সহ মৃতের পরিবারে শোকের ছায়া।