মর্মান্তিক ঘটনা! পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলেকেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন (murder) করলেন বাবা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বারবিশা দক্ষিণ রামপুরবাসী। কিন্তু কেন এই নৃশংস ঘটনা? কী বলছে পরিবার?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার সঙ্গে ছেলের মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত। শনিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়। পেশায় ছেলে টোটো চালক। ছেলের বছর ২৬ এর রাজু দাস। ছেলে প্রায় প্রতিরাতেই মদ খেয়ে বাড়ি ফিরেতেন। সঙ্গেি লেগে থাকত অশান্তি। শনিবার রাতে অশান্তির জেরে নিজের ছেলে রাজুকে খুন করেন পিতা। ঘটনার খবর পেয়ে বারবিশা ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে নিয় যায় পুলিস (police)।
পুলিস শনিবার রাতেই অভিযুক্ত পিতা বছর ৬৪ এর নিরঞ্জন দাসকে গ্রেফতার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। রবিবার মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিস।