১৯ এপ্রিল, ২০২৪

weather update: বড়দিনের আগেই আবহাওয়ার চরম বদল, কী বলছেন আবহবিদরা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-21 09:59:49   Share:   

আর কিছুদিন পরই বড়দিনের (Christmas) উৎসবের মেতে উঠবেন রাজ্যবাসী। প্রায় ৬ থেকে ৭ মাস সহ্য করতে হয় প্যাঁচপ্যাঁচে গরম। তবে বছরের শেষ ও শুরুতে বাঙালীরা শীতের (winter) আমেজে মেতে উঠেন। কিন্তু সেই মাস তিনেকও যদি গরমে অনুভূতি হয় তাহলে বলুন তো কেমন লাগবে? রাজ্যের তাপমাত্রা আপাতত উর্দ্ধমুখী হতে চলেছে, এমনটাই জানিয়েছেন আবহবিদরা। আবহবিদরা জানিয়েছেন, এবছরের শীতে সেই কনকনে ভাব নেই, রোদ পোহানোর সেই বিষয়টি নেই। বড়দিনে এবার রীতিমতো ঘামতেও হতে পারে কলকাতাবাসীদের। পূর্বাভাস জানানো হয়েছে, বড়দিনে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে। আগামী পাঁচদিন  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে, আগামী দুদিন ঘন কুয়াশার (fog) আচ্ছাদনে ঢাকা পড়তে চলেছে মালদহ (Maldah) ও দুই দিনাজপুর।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে, রবিবার ও সোমবার ১৯-২০ ডিগ্রিতে চড়তে পারে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা-সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তবে বেলা হলেই পরিষ্কার হবে আকাশ। সপ্তাহান্তের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। আগামী ৫দিন মূলত পরিষ্কার থাকবে দুই বঙ্গের আকাশ, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই হতে চলেছে এই হাওয়া বদল। মূলত, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে ওই দিন থেকে। ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।


Follow us on :