২৩ এপ্রিল, ২০২৪

Bolpur mill: ভোলে ব্যোম রাইস মিলের এক বিস্ফোরক তথ্য, জানুন কী?
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-19 13:31:51   Share:   

বোলপুরের ভোলে ব্যোম রাইস মিল(rice mill) নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এল।সূত্রের খবর, তিন মাস আগে রাইস মিলের এক নিরাপত্তা রক্ষীকে মারধর(beaten) করার অভিযোগ ওঠে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। সূত্রের খবর, এই মিলে নাকি মাঝে মাঝে সকন্যা আসতেন অনুব্রত(Anubrata)।

সূত্র মারফত জানা গেছে, মিলটি কেনা হয়েছিল ৫ কোটি টাকায়। মিলটির আসল দাম ১৫ কোটি ছিল। মিলের ৮ জন শরিক ছিল। তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে কম দামে এই মিল কিনেছিলেন অনুব্রত।

উল্লেখ্য, আজই এই রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এই মিলটি অনুব্রত কন্যা ও অনুব্রতর প্রয়াত স্ত্রীর নামে। রাইস মিলে ঢুকতে শুরুতে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের(security guard) বিরুদ্ধে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভিতরে প্রবেশ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। প্রায় ৪০ মিনিট পর রাইস মিলের ভিতরে ঢুকতে পারেন তারা। অন্যদিকে চাবি না থাকায় গেট খুলতে দেরি বলে দাবি নিরাপত্তারক্ষীদের। 

মিলের ভিতরে ঢুকে নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেন সিবিআই আধিকারিকরা। মিলের কর্মীদের সঙ্গে কথা বলে তথ্য(information) জানার চেষ্টা করে সিবিআই। এদিকে, মিলের ভিতরে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। ভিতরে গ্যারাজগুলিতে সার দিয়ে রাখা রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। ভিতরে দেখা গেছে অনুব্রত মণ্ডলের গাড়িও। কয়েকটি গাড়িতে রাজ্য সরকারের স্টিকারও লাগানো আছে। তবে গাড়িগুলির মালিকানা কার, সে প্রশ্নের উত্তরে মুখে কুলুপ মিলের কর্মীদের। তবে গাড়িগুলি কার, কী কাজেই বা সেগুলি ব্যবহার হত, তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।



Follow us on :