হঠাৎই ব্যান্ডেল স্টেশন (bandel station) চত্বরের দোকানদারদের উচ্ছেদের নোটিস রেলের (rail)। প্রতিবাদে ঝাঁটা নিয়ে আরপিএফ অফিসে বিক্ষোভ তৃণমূল বিধায়ক (MLA) সহ একাধিক কর্মী ও ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানান, ব্যান্ডেল স্টেশন সংলগ্ন কয়েকশো দোকানদার রয়েছেন, যাঁরা রেলের জায়গায় ব্যবসা করছেন। তাঁদের হঠাত্ই উচ্ছেদের নোটিস দেয় রেল। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সাত সকালে ঝাঁটা হাতে আরপিএফ অফিসে বিক্ষোভ দেখান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ একাধিক মানুষ। ব্যবসায়ীরা আরও জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে তাঁদের আত্মহত্যা ছাড়া আর কোনও উপায় থাকবে না। কারণ, দীর্ঘ কেউ ৩০ বছর, তো কেউ ৪০ বছর ধরে এই জায়গায় ব্যবসা করে আয় করছেন। এখান থেকেই তাঁদের সংসার চলে। এখন উচ্ছেদ করা হলে প্রায় ৪০ টি পরিবার না খেতে পেয়ে মারা যাবে।
তবে এই বিষয়ে বিধায়ক হুমকি দেন, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে রক্তগঙ্গা বইবে।