১৬ এপ্রিল, ২০২৪

Elephant: রাতভর হাতির তাণ্ডবে ঝাড়গ্রামে জখম শিশু, শহরবাসীর আশঙ্কা-আতঙ্কে দিনযাপন
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-27 16:49:09   Share:   

রবিবার রাতভর দাঁতালের দলের তাণ্ডব ঝাড়গ্রাম জেলায়। বিনপুর-১ ব্লকের তাড়কি গ্রামে হাতির হামলার গুরুতর জখম ছয় বছরের এক শিশু। অপরদিকে বসন্তপুর গ্রামে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় দলছুট দাঁতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফসলের।

ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ঢুকে পড়লো হাতি, আতঙ্কিত শহরের বাসিন্দারা। রবিবার রাতে ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের চার্চ এলাকায় পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ঝাড়গ্রাম শহরে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। যেভাবে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়েছে। তাতেই  হাতির হামলার আশঙ্কা বেড়েই চলছে।

পরপর হাতির হামলায় মৃত্যুর ঘটনা যেমন ঘটেছে, তেমনি আহত হওয়ার ঘটনাও ঘটছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থানার তাড়কি এলাকায় একদল হাতি ঢুকে পড়ে। হাতির দলটি এক খুদে শিশুকে আছাড় মারে। তাকে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। যার ফলে ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হামলার আশঙ্কা বেড়েই চলছে। বিনপুর ১ ব্লকের বসন্তপুর গ্রামে হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েটি মাটির বাড়ি।খাবারের সন্ধানে দীর্ঘক্ষণ তাণ্ডব চালায় এলাকায়। ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় দলছুট দাঁতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জমির ফসল।


Follow us on :