২০ এপ্রিল, ২০২৪

Elephant: বাড়ির পিছনে সুপারি বাগানে সাক্ষাৎ 'যমদূত', মাদারিহাটে হাতির আক্রমণে বেঘোরে মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-03 17:59:41   Share:   

হাতির হানায় (Elephant Attack) ফের মৃত্যুর ঘটনা। বুধবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট ব্লকের উত্তর ছেকামারি এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব‍্যক্তির। লাগাতার বুনো হাতির আক্রমণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে।

পরিবার সূত্রে খবর, বুধাবার রাতে দেবেন্দ্র ভট্টরাই নামে এক এলাকাবাসী তাঁর বাড়ির পিছনের সুপারি বাগানে গিয়েছিলেন। সেই সময় সেখানে একটি বুনো হাতি তাঁর উপর আক্রমণ চালায়। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ব্য়ক্তির। এলাকাবাসীরা তড়িঘড়ি  পুলিসে খবর দিলে পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও হাতির হানায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

মাদারিহাট থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। তাঁরা জানান, প্রতিনিয়ত হাতি-মানুষের সংঘাতের ঘটনা ঘটছে। কিন্তু এখনও বন দফতরের তরফে কোনও ব্য়বস্থা গ্রহণ করা হয়নি। গত বছরও এই একই পরিবারের দুই সদস্য়ের হাতির হানায় মৃত্যু হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর।

আবার ফের একই ঘটনার সম্মুখীন পরিবার। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিস সূত্রে খবর।



Follow us on :