১৯ এপ্রিল, ২০২৪

Electric: পানের বরোজে কাজের সময় তড়িদাহত ৫, গঙ্গাসাগরে মৃত এক
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-22 17:35:33   Share:   

কারেন্ট শক খেয়ে মৃত্যু (Death) হয়েছে এক জনের, গুরুতর আহত ৫। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার গঙ্গাসাগর হাজী মোড়ের ঘটনা। পানের বরোজে কাজ করতে গিয়ে জিআই-এর তারে হঠাত্ বিদ্যুত আসায় শক খেয়েই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে গঙ্গাসাগর কোস্টাল থানার (Gangasagar Coastal Police) পুলিস। আহতদের উদ্ধার করে পুলিস গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ায় চিকিত্সক এক জনকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, পানের বরোজে জল দেওয়ার জন্য মোটরের কারেন্টের তার পড়েছিল, সেখান থেকেই এই দুর্ঘটনা।   

স্থানীয় সূত্রে খবর, বুধবার গঙ্গাসাগরের হাজী মোড়ের কাছে প্রদীপ প্রামানিকের পানের বরোজে কাজ করতে গিয়েছিলেন  ৮ জন। সেখানেই বরোজের জিআই তারের উপর মোটরের তার লাগানো ছিল। সেই তারেই হঠাত্ করে কারেন্ট চলে আসে। এরপরই লোহার রোডে হাত দিলে সেখানেই একে একে কারেন্ট শক খায় পাঁচ জন। শক খাওয়ার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। স্থানীয়রা আরও জানায়, এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারাই ওই পাঁচজনকে উদ্ধার করে এবং পুলিসে খবর দেয়। পুলিস ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে।


Follow us on :