পারিবারিক অশান্তির জেরে খুন (murder)। ভাই-ই ভাইয়ের খুনী। মর্মান্তিক ঘটনাটি আসানসোলের (asansol) শ্রীপুর এলাকার। ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে খবর, জামুরিয়া (jamuria) থানার শ্রীপুরে পারিবারিক বিবাদকে কেন্দ্রে করেই এই উত্তেজনা। দীর্ঘদিন ধরেই চলছিল এই বিবাদ। বুধবার অশান্তি চরমে ওঠে। নিজেরই দাদাকে গুলি করে হত্যার করার অভিযোগ। অভিযুক্ত ছোট ভাই। মৃতের নাম সফদর আনসারি। বুধবার গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবার। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে জামুরিয়া থানার পুলিস। কোথা থেকে এল সেই অস্ত্র খতিয়ে দেখছে পুলিস।