২৫ এপ্রিল, ২০২৪

Train: নৈহাটি-হালিশহরে পাওয়ার ব্লক, যাত্রাপথ নিয়ন্ত্রিত এবং বাতিল কোন কোন ট্রেন
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-15 11:36:18   Share:   

থার্ড লাইনে কাজের জন্য ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি আড়াই ঘণ্টা করে  পাওয়ার ব্লক (Power Bloc) থাকবে নৈহাটি (Naihati Junction) এবং হালিশহর স্টেশনে। জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টে অবধি, বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টা থেকে ভোর ৩টে অবধি এবং শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টে অবধি এই পাওয়ার ব্লক থাকবে। ফলে কয়েকটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে এবং কয়েকটি ট্রেন বাতিল (Train Cancel) করা হয়েছে।

জানা গিয়েছে, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি আপ শিয়ালদহ-রানাঘাট মেমু বাতিল হয়েছে। সেই একই দিনে (১৫ এবং ১৬ ফেব্রুয়ারি) ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু রানাঘাট অবধি যাবে। এদিকে, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি জংশনে দাঁড়াবে। এই দু'দিন মুজজফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস এবং যোগবাণী-কলকাতা এক্সপ্রেসের যাত্রা ব্যান্ডেল পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে পূর্ব রেল।


Follow us on :