১৭ এপ্রিল, ২০২৪

IPS: কয়লা পাচার-কাণ্ডে আইপিএস জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়াকে ইডির তলব
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-26 13:23:23   Share:   

কয়লা পাচার-কাণ্ডে (Coal Smuggling Case) রাজ্যের দুই আইপিএস জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়াকে ইডির (ED) তলব। রাজ্য এসটিএফ-র এডিজি পদে কর্মরত জ্ঞানবন্ত সিং (IPS Gyanbant Singh), পাশাপাশি ডিসি সাউথ পদে রয়েছেন আকাশ মাঘারিয়া (IPS Akash Magharia)। এই দুজনকে চলতি সপ্তাহেই ইডি দফতরে হাজিরার নির্দেশ। ২৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার, কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন আকাশ মাঘারিয়া। আর বুধবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে আইপিএস জ্ঞানবন্ত সিংকে।

কয়লা-কাণ্ডে যৌথ ভাবে তদন্ত করছে ইডি এবং সিবিআই। অবৈধভাবে কয়লা খনন, পাচার এবং বিক্রির বিষয়টি এই দুই তদন্তকারী সংস্থার তদন্তের আওতাধীন। এই দুই আইপিএস আগে কয়লাবেষ্টিত জেলার পুলিস প্রশাসনের গুরুদায়িত্বে ছিলেন। তাই কয়তলা পচার সম্বন্ধে তাঁরা আদৌ ওয়াকিবহাল কিনা জানতে চায় ইডি। কয়লা পাচার মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। সিবিআই অভিযান চালিয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। রাজ্য পুলিসের একাধিক আইপিএস ইতিমধ্যে ইডির দিল্লি অফিসে গিয়ে বয়ান রেকর্ড করে এসেছেন।

এবার আইপিএস জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়াকে ডেকে পাঠানো হয়েছে ক্লয়লা পাচার-কাণ্ডে।


Follow us on :