ব্রেকিং নিউজ
ED-summons-former-Bengal-Minister-Paresh-Adhikary-in-recruitment-scam
Paresh: ইডি ডাকে সাড়া, সিজিও কমপ্লেক্সে প্রাক্তন মন্ত্রী পরেশ, নিয়োগ-কাণ্ডে জিজ্ঞাসাবাদ

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-07 13:55:39


নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Recruitment Scam) সিবিআইয়ের পর এবার প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) ভূমিকা খতিয়ে দেখছে ইডি। তাঁকে তলব করে নোটিশ পাঠায় ইডি (ED), সেই মোতাবেক সোমবার সকাল দশটা নাগাদ তিনি কেন্দ্রীয় সংস্থার কলকাতা অফিসে (CGO Complex) আসেন। এর আগে তিনবার সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআইয়ের পর এবার ইডির জিজ্ঞাসাবাদ প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে। নিয়োগ দুর্নীতি মামলায় মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বিদ্ধ প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারির বিরুদ্ধে।

এই নিয়োগ-কাণ্ডে প্রাক্তন মন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখেছে সিবিআই। কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতার। তাঁর শূন্যপদে চাকরি পেয়েছেন যোগ্য প্রার্থী ববিতা সরকার। মূলত ববিতার করা মামলার প্রেক্ষিতেই নিয়োগ-কাণ্ডে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের ভূমিকা নজরে আসে। তবে শুধু চাকরি খোয়ানো নয়, এযাবৎকাল পাওয়া বেতন দুই কিস্তিতে ফেরত দিয়েছেন অঙ্কিতা।

পাশাপাশি নিয়োগ-কাণ্ডে তদন্তকারীদের জালে ছয় জন। যাদের মধ্যে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, উপদেষ্টা কমিটির সদস্য-সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। সম্প্রতি গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন