২০ এপ্রিল, ২০২৪

ED: অনুব্রতকে জেলে জেরা করতে পারবে ইডি, কেন্দ্রীয় সংস্থাকে কোর্টের অনুমতি
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-12 09:23:20   Share:   

জেলে গিয়ে অনুব্রতকে জেরা করার অনুমতি পেল ইডি। আগামী ১৭ তারিখ আসানসোল জেলে গিয়ে তৃণমূল নেতাকে জেরা করতে পারে ইডি। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে গরু পাচার মামলায় অবৈধ আর্থিক লেনদেনের দিকটা খতিয়ে দেখছে ইডি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাবরক্ষক মণীশ কোঠারি এবং দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা।

সায়গল হোসেন ইডির হাতে গ্রেফতার হলেও আপাতত তিহার জেলে রয়েছেন। এই তিন জনকে জেরা করে পাওয়া তথ্য মিলিয়ে দেখতে অনুব্রতকে জেরা করার প্রয়োজন রয়েছে। এই আবেদন আদালতে করেছিল ইডি। সেই আবেদনকে মান্যতা দিয়ে অনুব্রতকে জেরার অনুমতি দিয়েছে কোর্ট। যেকোনও দিন সকাল ৮টা- বিকেল ৫টা পর্যন্ত জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে ইডি। এমনটাই নির্দেশ আদালতের।

এদিকে, এবারও জামিন পেলেন না অনুব্রত। ২৫ নভেম্বর পর্যন্ত তাঁকে থাকতে হবে জেল হেফাজতে। অনুব্রতর তরফে জামিনের আবেদন করা হলেও প্রভাবশালী তত্ত্ব খাড়া করে সেই জামিনের বিরোধিতা করে সিবিআই। 


Follow us on :