১৮ এপ্রিল, ২০২৪

Anubrata: ২৪ ঘণ্টার মধ্যে অনুব্রতর দিল্লি যাত্রার সম্ভাবনা, আসানসোল জেলে তোরজোড়
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-02 14:47:28   Share:   

গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) জেলবন্দি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বৃহস্পতিবার কিংবা শুক্রবার তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। দিল্লির রউস অ্যাভেনিউ কোর্ট থেকে আসানসোল জেলে অনুমতি মেইল এসেছে। সেই মেইলের সূত্র ধরেই তৃণমূল নেতাকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার তোরজোড় শুরু। জানা গিয়েছে, দিল্লি যাত্রা সংক্রান্ত নথি আদান-প্রদান একটা বড় প্রক্রিয়া। সেই প্রক্রিয়া এদিনের মধ্যে শেষ হলে লক্ষ্মীবারেই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। নয়তো শুক্রবার বীরভূম তৃণমূলের জেলা সভাপতির দিল্লি যাত্রা নিশ্চিত। জেলবন্দি তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যেতে বহু দিন ধরে তৎপর কেন্দ্রীয় সংস্থা ইডি। অবশেষে সেই প্রচেষ্টা সফল হতে চলেছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে উল্লেখ্য, শরীর খারাপ কারণ দেখিয়ে তৃণমূল নেতা, তাঁর দিল্লি যাত্রা স্থগিত করতে পারেন? এই সম্ভাবনা উসকে দেওয়া হয়েছে। কিন্তু সায়গল হোসেনের মতোই তাঁকে মেডিক্যাল পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনায় জল ঢালতে পারে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে আসার পর ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রউস অ্যাভেনিউ কোর্টে। সেই মর্মেই কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগের মুহূর্তে আসানসোল জেলে গিয়ে তৃণমূল নেতাকে জেরা করল সিবিআই। বীরভূম তৃণমূলের সভাপতিকে দেড় ঘন্টা জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট-সহ বেশ কিছু বেনামী সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে সিবিআই।


Follow us on :