বিল ডাককে কেন্দ্র করে পুরনো শত্রুতার জেরে ধারালো অস্ত্রের কোপ এক ব্যক্তিকে। জখম ব্যক্তিকে ডোমকল হাসপাতালে নিয়ে আসলে তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার পরে মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি পঞ্চায়েতের নলিয়া পাড়ার এলাকার। আহত ব্যক্তির নাম সানু মণ্ডল।
জানা যায়, মাস তিনেক আগে বিল ডাককে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল আহত ও অভিযুক্ত ব্যক্তির মধ্যে। সেই সময় অভিযুক্ত সন্ধ্যাবেলায় মাছপাড়া হাটের একটি চায়ের দোকানে পিস্তল নিয়ে এসেছিল। তখন তাকে পুলিসের হাতে তুলে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তিন মাস জেল খেটে কয়েকদিন আগেই বেরিয়ে আসে সে। মূলত সেই পুরনো রাগের প্রতিশোধ নিতেই এদিনেই এই হামলা বলে জানায় স্থানীয়রা।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা সহ পরিবারে। দোষিদের শাস্তির দাবি তুলেছে পরিবারের সদস্যরা।