বেশ কিছুদিন ধরেই আকাল পড়েছে জলের। বিভিন্ন জায়গায় নেই পর্যাপ্ত জল। ফলে সমস্যায় পড়ছেন বহু মানুষ। সেইমতো পূর্ব মেদিনীপুরের রামনগর (ramnagar) এলাকাতেও দেখা দিয়েছিল জলের সংকট (water problem)। সেই পানীয় জলের আকাল মেটাতেই বাড়ি বাড়ি জল দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, দিনে দিনে তাপদাহ বাড়ার ফলে বালি এলাকায় জলের সংকট দেখা দিচ্ছে। গ্রামের ভিতর রয়েছে পানীয় জলের নলকূপ। রয়েছে সরকারি উদ্যোগে বসানো পানীয় জলের ট্যাঙ্কও। জলের লেয়ার নামতেই এই সব জিনিস একেবারে বিকল, জলই উঠছে না। সেই কারণে স্থানীয়দের যেতে হয় জলের সন্ধানে বিভিন্ন গ্রামে। স্থানীয়দের অনুমান, আরও গরম পড়লে জলের সমস্যা আরও দেখা দেবে। তাই মঙ্গলবার থেকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ইঞ্জিন ভ্যানে জলের ট্যাঙ্ক বসিয়ে বাড়ি জল দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামের সাধারণ মানুষ। তাঁরা বলেন, এক বালতি জলের জন্য তাঁদের অনেক কষ্ট করে দূরদূরান্তে যেতে হত। এখন ঘরে বসে খাওয়ার জল পেয়ে খুশি সকলেই।
এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান, যে সব আইসিডিএস কেন্দ্র রয়েছে, তারা জানালেও সময়মতো জল সরবরাহ করা হবে।