ব্রেকিং নিউজ
Dr-CV-Anand-appoints-as-permanent-Governor-of-West-Bengal
Governor: ডক্টর আনন্দ বোস বাংলার নতুন রাজ্যপাল, সাড়ে ৫ মাস পর স্থায়ী গভর্নর

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-17 21:29:43


অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের জায়গায় স্থায়ী রাজ্যপাল (Bengal Governor) হিসেবে বাংলার দায়িত্বে আসছেন  ডাঃ সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা আনন্দ বোসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন (Raisina Hill)। তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৯৭৭ সালের সিভিল (IAS) সার্ভেন্ট, আবাস বিশেষজ্ঞ, লেখক এবং বাগ্মী আনন্দ বোস। ভারত সরকারের সচিব পদমর্যাদায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডক্টর আনন্দ বোসের। পাশাপাশি অঙ্গ রাজ্যের মুখ্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জওহরলাল নেহেরু ফেলোশিপ প্রাপক এই ব্যক্তি। এমনকি সার্নে ভারতকে প্রতিনিধিত্ব করেছে ডক্টর বোস। জগদীপ ধনকরের পর পাঁচ মাস স্থায়ী রাজ্যপাল পেল বাংলা।

জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর লা গণেশনকে অস্থায়ী রাজ্যপাল নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি ভবন। কিন্তু বাংলার মতো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ রাজ্যে স্থায়ী রাজ্যপাল নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে মোদী সরকার। পাশাপাশি রাজ্য বিজেপি বহুদিন স্থায়ী রাজ্যপাল চেয়ে দরবার করেছে। সামনে পঞ্চায়েত ভোট এবং ২০২৪-এ লোকসভা ভোট। তাই আগামি দিনে স্থায়ী রাজ্যপালের প্রয়োজনীয়তা অনুভব করে বিজেপির এই দরবার।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন