পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। কারও কথায় পাহাড়কে অশান্ত হতে দেবেন না। মঙ্গলবার জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে শান্তি থাকলে অর্থনীতি আরও ভালো হবে। পাহাড়ে এত ভালো নির্বাচন আগে হয়নি বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, দার্জিলিঙে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে, সেগুলিকে বাস্তবায়িত করতে হবে। যাঁরা ফুটপাতে বসেন, তাঁদের দোকান তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া পাহাড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব, শপিং মল তৈরি হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিকের জন্য ইকো ট্যুরিজম প্রকল্প হবে। এদিন মুখ্যমন্ত্রী আইটি ইন্ডাস্ট্রিকে দার্জিলিঙে আসার অনুরোধ করেন। পাহাড়ের মানুষের পাশে থেকে এদিন তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ যা করতে পারে, অন্যরা তা পারে না। পাহাড়ে পর্যটন বেড়েছে। গত ১০ বছরে জিটিএ-কে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী চা শিল্পের উপরেও গুরুত্ব দেন। চা বাগানে হোম স্টে করার পরিকল্পনার কথা বলেন তিনি। পাশাপাশি জল সংরক্ষণের ব্যবস্থাও করতে বলেন।