২০ এপ্রিল, ২০২৪

Bankura: ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিলল অভিনব শাস্তি!
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-16 13:32:48   Share:   

ট্রাফিক আইন ভেঙে কর্তব্যরত আধিকারিকের চোখে ধুলো দিয়ে মেরেছিলেন ছুট, শাস্তিতে (punishment) মিললো আধ ঘণ্টা ট্রাফিক সামলানোর দায়িত্ব। ভাবতে অবাক করলেও এমনই ঘটনা সচক্ষে দেখল বাঁকুড়ার (Bankura) কোতুলপুরবাসী।

প্রতিদিনের মতোই রবিবারও নেতাজি মোড়ে (Netaji More) কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতি নেতৃত্বে চলছিল হেলমেটবিহীনদের বিরুদ্ধে অভিযান। বিরাট পুলিস বাহিনী নিয়ে হেলমেট ও গাড়ির কাগজপত্র সহ চার চাকার সিটবেল চেকিং চলছিল। ঠিক সেই সময় ক্যামেরায় এক অন্য ছবি উঠে আসল। এক ব্যক্তি কোতুলপুর নেতাজি মোড়ে সিগন্যাল ভেঙে পালাচ্ছিলেন। সেই সময়ই বাঁধে বিপত্তি। বেজায় চটে যায় দারোগা বাবু! দিলেন শাস্তির বিধান। রোদে গরমে পুলিস ঠিক যেভাবে ট্রাফিকের ডিউটি করে ঠিক সেইভাবেই ওই ব্যক্তিকে ট্রাফিক সামলাতে বলেন ট্রাফিক ওসি অলকেশ বাবু।

অলকেশ বাবু জানান, কোতুলপুরের মানুষদের বারবার সংশোধন করা হয়েছে। একাধিকবার ফাইন করা হলেও কথা শোনেনি। তাই এই অভিনব শাস্তি। সেই ব্যক্তিকে প্রায় আধ ঘণ্টা ট্রাফিক সামলাতে হয় সিগন্যাল ভাঙার জন্য। পরে অবশ্য ওই আইনভঙ্গকারী তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন।


Follow us on :