২৮ মার্চ, ২০২৪

Anubrata CBI: অনুব্রতর মেয়ের কোম্পানির ডিরেক্টর পুরকর্মী! তদন্তে ফের বোলপুর যাচ্ছে সিবিআই?
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-16 13:20:53   Share:   

বোলপুরে অনুব্রতর গড়ে ফের সিবিআই(CBI) হানা? বীরভূমে একাধিক জায়গায় তল্লাশি চালাতে পারে সিবিআই আধিকারিকদের দল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একাধিক সম্পত্তির(property) হদিশ পেয়েছে সিবিআই। বিভিন্ন মিল, তেলকল, জমি, প্লট মিলেছে। সেইসব এলাকায় গিয়ে সম্পত্তি সংক্রান্ত তথ্যের(information) খোঁজে এ সপ্তাহে ফের সিবিআই হানা দিতে পারে বলে সূত্রের খবর। এছাড়া বোলপুরে অনুব্রতর নিচুপট্টির বাড়িতেও ফের যেতে পারেন সিবিআই আধিকারিকরা। 

ইতিমধ্যেই অনুব্রত কন্যার দুটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত তথ্য অনুসন্ধানে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বলে সূত্রের খবর। 

অন্যদিকে এবার সিবিআই স্ক্যানারে বোলপুর পুরসভার কর্মী বিদ্যুত্ বরণ গায়েন। তিনি অনুব্রত কন্যার দুটি সংস্থার একটিতে ডিরেক্টর(director) পদে বহাল। একজন সরকারি কর্মী হয়েও কী করে তিনি বেসরকারি কোম্পানির (private company)এই পদে আছেন, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি সিবিআই জানতে পেরেছে, বোলপুরে ২২ নং ওয়ার্ডে একাধিক বাড়ি রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের, রয়েছে একাধিক প্লটও। ইতিমধ্যেই ৪ টি বাড়ির হদিশ মিলেছে। এমনকী বিদ্যুতের একটি বাড়িতে ভাড়া থাকেন অনুব্রতর এক দেহরক্ষী, এই খবর জানা গেছে সিবিআই সূত্রে। এই সব কিছুর লিঙ্ক ধরে তল্লাশি করতেই ফের সিবিআই বোলপুরে হানা দিতে পারে বলে সূত্রের খবর। 

যদিও এনিয়ে মুখ খুলতে চাননি বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। 

সিএনের প্রতিনিধি বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হাজির হলে বাড়ির তরফে জানানো হয়, তিনি স্বাস্থ্য পরীক্ষার কারণে বাড়িতে নেই। 


Follow us on :