১৯ এপ্রিল, ২০২৪

Fire: মাঝ রাতেই বিধ্বংসী আগুন, ভস্মীভূত কাপড়ের গুদাম সহ তিনটি দোকানঘর
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-21 08:39:56   Share:   

ফের অগ্নিকাণ্ড। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন (fire)। ভস্মীভূত একটি কাপড়ের গুদাম। ক্ষতিগ্রস্ত সংলগ্ন আরও তিনটি দোকান (shop)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, শনিবার রাত ১১ টা নাগাদ রাজগঞ্জ বাজারের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাপড়ের মত দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে নিমেশেই। ঘটনায় গুদামে থাকা সমস্ত জামাকাপড় ভস্মীভূত হয়ে যায়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে ওই দোকান সংলগ্ন পরপর তিনটি দোকানে। সেই দোকানগুলিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। 

স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে নেমে পড়েন। সাহায্যের হাত বাড়ায় রাজগঞ্জ থানার পুলিসও। খবর পেয়ে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে দমকলের মোট তিনটি ইঞ্জিন গিয়ে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রথমিক অনুমান। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল। পাশাপাশি পুলিস আধিকারিকরাও তদন্তে নেমেছে। তবে এই বিধ্বংসী আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যায়নি। 


Follow us on :