সাত সকালেই বিক্ষোভে সরব স্থানীয় বাসিন্দারা। অভিযোগ দীর্ঘদিন ধরেই ভুগতে হচ্ছে পানীয় জলের সমস্যায়। অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ১ নম্বর দিঘীরপাড় পঞ্চায়েতের ইট খোলা মোড়ের। সকাল থেকেই পানীয় জলের দাবিতে রাস্তায় একাধিক বালতি ফেলে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বেলা বাড়তেই পথ অবরোধে সোচ্চার হয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিস এসে বিক্ষোভ তুলতে গেলে তাদেরকে ঘিরে ধরে চলে বিক্ষোভ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১ বছর আগেই নষ্ট হয়ে গেছে এলাকায় থাকা একটি টিউবওয়েল। সেই টিউবওয়েলের উপরই ভরসা করে থাকত একাধিক পরিবার। কিন্তু সম্প্রতি সেই টিউবওয়েলটি খারাপ হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কথা বলা হয়েছে পুলিস প্রশাসন থেকে অঞ্চল প্রধান সকলকেই। কিন্তু অভিযোগ ১ বছর ধরে বলেও কোনও সুরাহা মেলেনি। এবারও যদি সুরাহা না মেলে তবে রাস্তা অবরোধ করেই চলবে বিক্ষোভ।
ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়।