২৮ মার্চ, ২০২৪

Wildlife: বন্যপ্রাণ সংরক্ষণে নজির! দগ্ধ গুদামে উদ্ধার অজগর, ক্ষেতে আটক হরিণ বন দফতরের হেফাজতে
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-07 18:37:19   Share:   

ময়নাগুড়ির (Moynaguri) দেবীনগর পাড়ার ১২ নম্বর ওয়ার্ডের এক গোডাউনে আগুন লাগে। সেই সময় আগুন নেভাতে আসা দমকল কর্মীরা লক্ষ্য করেন গোডাউনে একটি অজগর সাপ (Python Snake) এদিক ওদিক ছুটছে। আগুনের তাপ থেকে নিজেকে বাঁচতেই তার এই মরণপণ ছোটাছুটি। এই অবস্থায় দমকলকর্মীরা (Fire Brigade) অজগরটি উদ্ধার করতে গেলেও, সেই সরীসৃপ গুদামের পাশে থাকা জঞ্জালের ভিতরে ঢুকে যায়‌। এমন বন্য প্রাণের (Wild Life) প্রাণ বিপন্ন খবর পেয়ে ময়নাগুড়ি রোড পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা  দ্রুত এসে সাপটি উদ্ধার করে। সংগঠনের সদস্য নন্দু রায় জানান, এটা একটি রক পাইথন। সাপটিকে উদ্ধার না করলে হয়তো আগুনে পুরো ঝলসে যেত‌। উদ্ধার হওয়া অজগরটি অগ্নিদগ্ধ, তাকে চিকিৎসার পর সুস্থ করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই সংবাদ মাধ্যমকে জানান নন্দু বাবু।

এদিকে, জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে একটি হরিণ। ঘটনাটি আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকার। এদিন একটি হরিণ লোকালয়ে চলে আসে। তারপর ধানক্ষেতের পাশে থাকা একটি জালে আটকে যায়। সেই দৃশ্য দেখে গ্ৰামবাসীরা  হরিণটি ধরে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।


Follow us on :