মাটিয়াকাণ্ডে তদন্তকারী অফিসার, অতিরিক্ত পুলিস সুপার এবং সিআইকে তলব লালবাজারে।
বসিরহাট পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়, তদন্তকারী অফিসার তাপস ঘোষ এবং সিআই তিতাসকুমার মিত্রকে ডেকে পাঠানো হল লালবাজারে। দময়ন্তী সেন ও পুলিসের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের ডেকে পাঠান তদন্তের স্বার্থে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তেও হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন।
প্রসঙ্গত, মাটিয়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে ২৩ শে মার্চ। তার পরের দিন অর্থাত্, ২৪ মার্চ বিবেকনগর কুলতলা ব্রিজের কাছে সকালবেলায় কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাটিয়া থানার পুলিস। এই ঘটনার তদন্তে জানা যায়, তার নিজের পিসি রোজিনা বিবি ও তার প্রেমিক শহর আলি সর্দার ওরফে সাগর জড়িত। দুজনকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিস। প্রথমে ৬ দিনের পুলিসি হেফাজত হয়। মেয়াদ শেষ হলে বসিরহাট মহকুমা আদালতে তুললে ১ এপ্রিল ৪ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেয়। ৫ এপ্রিল মেয়াদ শেষ হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত।