১৯ এপ্রিল, ২০২৪

DGP: বাগুইআটি থেকে শিক্ষা, পুলিসের শীর্ষস্তরকে থানার সঙ্গে সমন্বয়য় বাড়াতে নির্দেশ ডিজির
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-08 15:59:19   Share:   

বাগুইআটি (Baguihati) কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন কোথাও না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য ( MONOJ MALOBBO) পুলিস সবস্তরকে  নির্দেশ দিলেন। বাগুইহাটির দুই ছাত্র হত্যার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিসের মধ্যে সমন্বয় ঘাটতি নিয়ে মুখ্যমন্ত্রী বুধবার উষ্মা প্রকাশ করার পরেই পুলিস প্রশাসনের শীর্ষ আধিকারিকরা আজ বৈঠকে বসেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সব জেলার পুলিস সুপার, ডিআইজি রেঞ্জ, আইজি-এডিজি, পুলিস কমিশনারদের ( Police Commissioner) উপস্থিতিতে এক ভার্চুয়াল সমন্বয়ে বৈঠক হয়েছে। সেখানেই পুলিসের মহানির্দেশক ওই নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

পাশাপাশ পুলিসের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে তিনি আজ একাধিক নির্দেশ দিয়েছেন। পুলিস সুপারদের থানাস্তরে নজরদারি বাড়াতে বলা হয়েছে। তাদের নিয়মিত থানা পরিদর্শনের পাশাপাশি ওসি-আইসি পদস্থ আধিকারিকদের সঙ্গে সমন্বয়ে বৈঠকে বসার উপরে জোর দেওয়া হয়েছে। 

থানায় জমা পড়া সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে রাজ্য পুলিসের মহানির্দেশক পুলিস আধিকারিকদের নির্দেশ দেন। কোনও মামলা বিশেষ গুরুত্বপূর্ণ মনে হলে ওসি,আইসি পদস্থ আধিকারিকরা তার শীর্ষ কর্তাদের কাছে অবিলম্বে রিপোর্ট করতেও তিনি নির্দেশ দেন। 

অন্যদিকে, আসন্ন উৎসবের মরশুমে রাজ্যের সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারেও পুলিস আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিসের উচ্চপদস্থ অফিসারদের সেদিকে নজর রাখতে বলা হয়েছে।


বাগুইহাটির মত ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম পদক্ষেপ করতে হবে।

১) এসপিদের সব সময়ের জন্য থানা গুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

২) মাঝে মধ্যেই জেলার ওসি/আইসিদের সঙ্গে বৈঠক করতে হবে এসপিদের।

৩) মাঝে মধ্যেই এসপিদের থানায় ভিজিট করতে হবে।

৪) ওসিদের/আইসিদের নির্দেশ দিতে হবে যে কোনও অভিযোগ আসলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তেমন ঘটনা হলে ওসি/আইসিদের উপর মহলে জানাতে হবে।

৫) সামনে পুজো আসছে, পুজোটা শান্তিপূর্ণ করতেই হবে। কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তারজন্য সব ব্যবস্থা নিন, এসপিদের নির্দেশ ডিজির।


Follow us on :