২০ এপ্রিল, ২০২৪

Bail: আরও ১৪ দিন জেলে অনুব্রত, ১১৫টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ কোর্টকে দিল সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-03 15:12:58   Share:   

গরু পাচার মামলায় (Cow Smuggling) সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের আরও ১৪ দিনের জেল হেফাজত। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে, গরু পাচার মামলায় আদালতে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় সংস্থা শুক্রবার আদালতে আরও ১১৫টি নতুন ভুয়ো অ্যাকাউন্টের তথ্য জমা দিয়েছে। তদন্তে জানা গিয়েছে, মাত্র ২ দিনেই এসব অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই দাবি আদালতেও করেছে সিবিআই।

উল্লেখ্য, যাদের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাঁদের মধ্যে ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই ১৬ জনের মধ্যে আবার ১২ জন টিপ সই করেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। এদিকে, শুক্রবার আদালতে জামিনের আবেদন করেনি অনুব্রত মণ্ডল। অন্যদিকে গরু পাচার মামলায় ইডি, আসানসোল জেলের মধ্যেই অনুব্রতকে গ্রেফতারের পরে রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লিতে হাজির করানোর পরোয়ানা জারি করেছিল। ওই পরোয়ানার বিরুদ্ধে এবং রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আগেই অনুব্রত দিল্লি হাইকোর্টে মামলা করেছেন।

ইডি তাঁকে গ্রেফতারের পরে কারণ জানিয়ে কোনও নথি দেয়নি বলে অভিযোগ জানিয়ে মামলা হয়েছে। সবমিলিয়ে চারটি মামলায় ইডি-র বক্তব্য জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি নোটিস জারি করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি এবিষয়ে পরবর্তী শুনানি হবে। তার মধ্যেই অনুব্রতের জেল হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়ল।


Follow us on :