জাল নোট এর আগেও অনেক ধরা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মূলত মুর্শিদাবাদ এবং মালদহের একটা নির্দিষ্ট জায়গাতেই এর রমরমা।
এবার জাল নোট তৈরির কারখানার হদিশ মিলল বর্ধমান শহরেরই উপকন্ঠে। ফলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিস এবং প্রশাসনও এ নিয়ে যথেষ্ট চিন্তিত। কারণ, এই নোট স্থানীয় বাজারেও ছড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, এর আগে কত সংখ্যক নোট বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, তারই সন্ধান চালাচ্ছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই বর্ধমান শহরে জাল নোট ছড়িয়ে পড়ার খবর পুলিশের কাছে আসছিল। আজ বিকালে বর্ধমান শহরের উপকন্ঠে বাদশাহী রোড মাঠপাড়া এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালায় পুলিশ। দেখা যায়, ভাড়াবাড়িতে ছাপা হচ্ছিল পাঁচশো টাকার জালনোট। উদ্ধার করা হয় রাসায়ানিক, ডাইস, ৫০০ টাকার জাল নোট ও নোটের সাইজের প্রচুর পরিমাণ কাগজ। জাল নোট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে। শুক্রবার তাদের বর্ধমান আদালতে তোলা হবে।