Share this link via
Or copy link
নৈহাটি (Naihati) পুরসভার দুর্নীতি নিয়ে পোস্টার ছড়িয়েছে সাড়া নৈহাটি জুড়ে। অস্বস্তিতে শাসকদল। যদিও দুর্নীতির দায় পুরসভার কর্মচারীদের উপর চাপিয়ে মুখ বাঁচাতে চাইছেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় (Ashok Chatterjee), অভিযোগ এমনটাই।
নৈহাটি পুরসভা পরিচালিত দুটি উৎসব ভবন এবং দুটি পার্কের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ খোদ শাসকদল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার (Naihati police station) পুলিস তিনজনকে গ্রেফতার (arrest) করেছে। পুলিস সূত্রে জানা যায়, অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত। তবে তা পুর-অডিটে ধরা পড়ায় নৈহাটি পুরসভার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়।
ঘটনার পরই চরম অস্বস্তিতে পুরপ্রধান থেকে শাসক দল। এই নিয়ে সরগরম বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি।
তবে বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান, "অনেকদিন ধরে পুরসভাতে দুর্নীতি চলছে। এর জন্য আমরা আন্দোলনে নামছি।"