ব্রেকিং নিউজ
Corruption মালদহে বন্যাত্রাণে দুর্নীতি, পঞ্চায়েত প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু
HomestateCorruption মালদহে বন্যাত্রাণে দুর্নীতি, পঞ্চায়েত প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 13:24:41
বন্যাত্রাণে দুর্নীতি মামলায় প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল প্রশাসন। এফআইআর হওয়ার পর তিন মাস পার হলেও অধরা বন্যাত্রাণে দুর্নীতির ঘটনায় অভিযুক্ত প্রধান। শাসকদলের ফেরার প্রধানকে ধরতে এক মাস আগে হুলিয়া জারি করেছিল আদালত। আদালতের নির্দেশে পুলিস মালদহের হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ ঝুলিয়ে এসেছিল।
সেই নির্দেশে প্রধানকে এক মাসের সময় দেওয়া হয়েছিল। ধরা না দিলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও প্রধান ধরা না দেওয়ায় এবার ফেরার প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল পুলিস। তাঁর বাড়ি থেকে ওয়াশিং মেশিন, টিভি, আলমারি ও কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিস। পাশাপাশি তাঁর কোথায় কী কী স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে, তার খোঁজখবর শুরু হয়েছে বলে পুলিস সূত্রে খবর।
জানা গিয়েছে, ২০১৭ সালে মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা হয়। বরুই গ্রাম পঞ্চায়েতে ক্ষতিগ্রস্ত হয় ৭৩৯৪ জন। কিন্তু তালিকায় নাম থাকলেও তাঁরা টাকা পাননি বলে অভিযোগ জানিয়ে দুর্গতদের অনেকেই প্রশাসনের দ্বারস্থ হন। দুর্গতদের টাকা ভুয়ো অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে নেমে জানতে পারে প্রশাসন।
কিন্তু প্রশাসন পদক্ষেপ করছে না বলে আদালতে মামলা করেন পঞ্চায়েতের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে ৭৬ লক্ষ টাকা লুঠের বিষয়টি সামনে আসতেই প্রধানের বিরুদ্ধে এফআইআর করেন বিডিও।
বিজেপির মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল বলেন, অনেকদিন আগেই হুলিয়া জারি হয়েছিল। আইন আইনের পথে হেঁটেছে। আইনের ওপর ভরসা রেখেছিলেন, তার সঠিক জবাব পেয়েছেন।
তৃণমূল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির পাশে থাকেন না। তাই আইন অনুযায়ী যে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, তার পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস।
বাকি সম্পত্তির খোঁজ পেলে তাও বাজেয়াপ্ত করা হবে বলে খবর।