দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পাওয়ার গ্রিডের মূল দরজায় তালা লাগিয়ে অবস্থান-বিক্ষোভে অনড় ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। আজ তৃতীয়দিনে পড়ল অবস্থান-বিক্ষোভ। হিমঘরের জমি অধিগ্রহণের কাজ শুরু না হলে অবস্থান চলবে বলে বুধবারই জানিয়ে দিয়েছিলেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী। তারপরেই নিজেদের সিদ্ধান্তে অবিচল থেকে এদিনও সেই বিক্ষোভে অনড় জমি কমিটির সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সিপিআইএমএলের রেডস্টার রাজ্য সম্পাদক প্রদীপ সিংহ ঠাকুরের উপস্থিত থাকার কথা জানিয়েছেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান।
উল্লেখ্য, বুধবার জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। কিন্ত সেই বৈঠকে মেলেনি সমাধানসূত্র। প্রতিশ্রুতি মিললেও আজও তা পূরণ হয়নি বলে জানান মির্জা হাসান। তাঁদের মূল দাবিগুলির মধ্যে ছিল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রকে হাসপাতালে রূপান্তরিত করা, বিদ্যাধরী নদী সংস্কার ও হিমঘরের জন্য চিহ্নিত হওয়া সাড়ে ৪ বিঘা জমির রেজিস্ট্রেশন। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মির্জা হাসান।
নিজেদের দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের এই টানাপোড়েন কবে শেষ হয়, সেটাই দেখার।