ব্রেকিং নিউজ
Constable-exam-fraud-39-arrested-from-3-places
Police Exam: কনস্টেবলের পরীক্ষাতেও জালিয়াতি? পুলিস হতে এসে পুলিসেরই জালে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-22 17:05:40


রবিবার ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিস (West Bengal Police) রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল পদে চাকরির লিখিত পরীক্ষা। আর তাতেই দেখা গেল অবাক করা ঘটনা। যাদের হাতে ভবিষ্যতের আইনশৃঙ্খলার ভার যাবে, তারাই কিনা পরীক্ষায় বসে রীতিমতো জালিয়াতির আশ্রয় নিল। শুধু এক জায়গায় নয়, এমন ঘটনা ধরা পড়েছে হাওড়া, লেকটাউন এবং বিধাননগরে। মোট গ্রেফতারের সংখ্যা ৩৯।

পরীক্ষার একটি কেন্দ্র ছিল হাওড়ার (Howrah) ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। সেখানে পরীক্ষা শুরুর আগে নথি যাচাই করা হচ্ছিল পরীক্ষার্থীদের। সেই সময় কয়েকজন প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। সংখ্যাটা প্রায় আট জন। অনেকে আবার নথি দেখাতে হবে জেনে পরীক্ষা কেন্দ্রের দিকেই আর যায়নি।

জানা যায়, এদের কাছে বিস্তারিত জানতে চাইলে এবং নথি দেখতে চাইলে পরীক্ষার্থী হিসেবে কোনও সঠিক তথ্য দেখতে পারেনি। খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিস সহ হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ অফিসাররা আসেন। এরপর কথা বলেন ওই পরীক্ষার্থীদের সঙ্গে। পুলিস সূত্রে খবর, ওই আটজনের মধ্যে বেশিরভাগই বিহারের বাসিন্দা। ইতিমধ্যেই ওই ভুয়ো পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

অন্যদিকে একই ঘটনা লেকটাউন এবং সল্টলেকেও। রবিবার ২১ জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল লেকটাউন থানার পুলিস। ৩ জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। পাশাপাশি বিধাননগর উত্তর থানার পুলিস ৭ জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করেছে। মোট ৩১ জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করেছে বিধাননগর পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন