Share this link via
Or copy link
মাত্র কয়েক হাজার টাকা দিলেই পরীক্ষায় মিলবে নকল করার সুবিধে। মালদহের ইংরেজ বাজারে এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের। টাকা দিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। ঘটনার পর মালদহের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশের। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত সতীশ বি এড কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত হবে বলেই জানিয়েছেন মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন।
পরীক্ষার্থীরা জানান, ১৫ ই জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড-এর প্রথম বর্ষের পরীক্ষা। মানবেন্দ্রনাথ কলেজ অফ এডুকেশনের পরীক্ষার্থীদের সিট পড়েছে ইংরেজ বাজারের সতীশ বিএড কলেজে। মানবেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষার প্রথম দিনে তাঁদের কাছ থেকে ৩০০০ টাকা করে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। টাকা দিলে পরীক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা। অভিযোগ, এরপর থেকেই পরীক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন করছেন সতীশ বিএড কলেজ কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে মালদহ জেলাশাসকের কাছে। যদিও এই অভিযোগের বিষয়ে কিছুই বলতে চায়নি কলেজ কর্তৃপক্ষ। এই বিষয়ে মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার পূর্ণ তদন্ত করা হবে।