পেট্রোলের (Petrol) দাম কবেই লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে ১১৫ টাকা ছুঁয়েছে।
ডিজেল (Diesel) ১০০ ছুঁয়ে ফেলবে যে কোনও সময়।
রান্নার গ্যাস (Cooking Gas) ছাড়িয়েছে হাজার।
জ্যোতি আলু (Potato) পৌঁছেছে ৩০ টাকায়, চন্দ্রমুখী ৪০ টাকা।
সর্ষের তেল (Mustard Oil) তো কবেই ২০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে।
দাম বেড়েছে দুধের (Milk) পর্যন্ত।
এতকিছুর মধ্যে সবার চর্চার বাইরে থেকে একটু করে বেড়েই চলেছে আরও একটি বহুল ব্যবহৃত খাদ্যপণ্য, তা হল চিকেন।
হ্যাঁ, রোজই বাড়ছে। কোনওদিন কেজিপ্রতি ১০ টাকা, কোনওদিন ১৫ টাকা। বিরাম নেই। কদিন আগেও যে চিকেনের কেজি ছিল ২০০ টাকার আশপাশে, তা এখন আড়াইশো টপকে গিয়েছে। কোথাও ২৬০, কোথাও ২৬৫, কোথাও আরও বেশি।
মানুষ আশায় ছিলেন, তীব্র দাবদাহে চিকেন বোধহয় একটু সস্তাই হবে। আলু নাই বা থাকল, দু-পিস চিকেনের টুকরো হলেও তো ভাত নিমেষে হাওয়া। কিন্তু সে গুড়েও বালি।
কেন এই ধারাবাহিক দামবৃদ্ধি, তার কোনও ব্যাখ্যা নেই, যেমনটা নেই অন্য নিত্যপণ্যের ক্ষেত্রেও। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন টাস্ক ফোর্স। সেই ফোর্সেরও আর তেমন জোর চোখে পড়ে না। পুলিসের আলাদা বাহিনী রয়েছে, এসব দেখার জন্য। খুব হইচই পড়লে তাদের কয়েকটা বাজারে খাতা-পেন্সিল হাতে দেখা যায়। কদিন ধরে তাদেরও দেখা পাওয়া যাচ্ছে না।
ফলে কে টানবে লাগাম, কেউই জানে না। মধ্যবিত্তের ভবিতব্য শুধু ভোগান্তিই।