ব্রেকিং নিউজ
Chargesheet-in-Anis-death-case-today-The-names-of-five-police-officers
Anish Khan: আনিস মামলায় চার্জশিটে পুলিস কর্মীদের নাম?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-11 10:40:22


ছাত্রনেতা আনিস খানের মৃত্য় মামলায় আজ চার্জশিট জমা সিটের। প্রসঙ্গত, ১৮ ই ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। সেই ঘটনায় গঠন হয় বিশেষ তদন্তকারী দল বা সিট। সোমবার সেই মামলায় ১৪৪ দিনের মাথায় পড়ল। এদিন উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা করতে চলেছে সিট।

জানা গিয়েছে, এই চার্জশিটে পাঁচজন পুলিস কর্মীর নাম থাকছে। সেখানে রয়েছে আমতা থানার তৎকালীন আইসি দেবব্রত চক্রবর্তীর নামও। ১৮ ফেব্রুয়ারির ঘটনা পুরোটাই জানতেন তৎকালীন আইসি।

যদিও এই ঘটনায় আগেই একজন সিভিক ও হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছিল। তবে তারা এখন জামিনে মুক্ত রয়েছে। পাশাপাশি, ৩০২ নম্বর ধারা চার্জশিটে থাকছে না। চার্জশিটে রাখা হয়েছে ৩০৪ এ ধারা। অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু। এছাড়া চার্জশিটে ৩৪১ (অবৈধভাবে পথ আটকানো), ৩৪২ (অবৈধভাবে আটকে রাখা), ৪৫২ (জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে আটকে রাখা) ও ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারার উল্লেখ রয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন