বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকালে কলকাতাসহ আশপাশের এলাকার আকাশ হালকা মেঘ থাকলেও সকালের দিকে পরিস্কার। এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস আছে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে । দক্ষিণবঙ্গের কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । পরবর্তী ২৪ ঘন্টায় সকালের মধ্যে সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলতে থাকলেও তার বেগ কমবে। তবে ২-৩ দিন পরে তা ফের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।