২৯ মার্চ, ২০২৪

Weather update: বৃষ্টির সম্ভাবনা আপাতত দুই বঙ্গেই
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-06 08:42:06   Share:   

দক্ষিণবঙ্গে (South bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই। এই বৃষ্টির সম্ভাবনা আপাতত জারি থাকছে দুই বঙ্গেই। আগামী দুই থেকে তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রযেছে। মূলত, কিছুটা বেশি থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে। সেই সঙ্গে দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর, আজ দুপুর থেকে সন্ধের মধ্যে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।এই সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার সর্তকবার্তা জারি করা হয়েছে।

তাছাড়াও দুই জেলা বীরভূম এবং মুর্শিদাবাদে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে (North Bengal) মৌসুমিবায়ুর প্রবেশ হয়েছে। সেইজন্য ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রযেছে অবশ্যই। কিন্তু জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।


Follow us on :