গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে (rain) কিছুটা স্বস্তি মিললেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। আপাতত দিনের তাপমাত্রার (Temperature) পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও অস্বস্তি বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। একদিকে আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের (Storm) পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওযা অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের (north bengal) জেলাগুলিতে ১৯ মে, বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৮ মে বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভানা রয়েছে। যে কারণে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে ১৯ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে। যার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। তবে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা থাকছে না।