১৯ এপ্রিল, ২০২৪

Nadia: হাসপাতালে রোগীর বেডে দিব্যি ঘুরছে বিড়াল! কী বললেন সুপার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-23 09:55:11   Share:   

রানাঘাট মহকুমা হাসপাতালের (Ranaghat Mahakuma Hospital) ভিতরে বিড়াল! এমনকি হাসপাতালের ভিতরে রীতিমতো ঘোরাঘুরিও করছে তারা (Cat's)। কখনও তো আবার রোগীর বেডের মধ্যেই বসে থাকতেও দেখা গিয়েছে। শুধু তাই নয় হাসপাতালের শৌচালয়, পানীয় জলের কলের থেকে জল খেতেও দেখা যায় তাদের। সবমিলিয়ে এই হাসপাতালের মধ্যে যেন বেশ আনন্দেই দিন কাটাচ্ছে তারা। তবে বিড়ালের এই উত্পাতে অতিষ্ট হাসপাতলের রোগী থেকে শুরু করে চিকিত্সকরাও। তাই হাসপাতালকে বিড়ালমুক্ত করতে উদ্যোগী কর্তৃপক্ষ। ওই বিড়ালগুলিকে ধরে উপযুক্ত স্থানে ছেড়ে আসার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। 

এই বিষয়ে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডঃ প্রহ্লাদ অধিকারী বলেন, 'এই হাসপাতালে দীর্ঘদিন ধরে বিড়ালের উৎপাত ছিল এবং তা আগে সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। এই বিষয়ে আমরা বিভিন্ন অ্যানিমেল রিসোর্স ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি, বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করি। অবশেষে আমরা একটা এনজিও পেয়েছি, তাঁরা বলেছেন বিড়ালগুলি ধরে দেবে কিন্তু রিহ্যাবিলেটেড করতে হবে আমাদের নিজেদেরকেই। এই কাজ করার জন্য ২৫০ টাকা করে তাঁদেরকে দিতে হবে। এটা আমরা কার্যকর করেছি এবং এখন আমাদের হাসপাতালে বিড়াল অনেকটাই কম। বেশিরভাগ বিড়ালই ধরা হয়ে গিয়েছে আর হয়তো দু-একটা এদিক ওদিক লুকিয়ে আছে। সেইগুলিও অতি শীঘ্রই ধরে ফেলা হবে।' 

তিনি আরও বলেন, 'বিড়ালগুলিকে আমরা সুরক্ষিত জায়গায় ছেড়ে এসেছি। সেখানে ওদের খাওয়ারও কোনও অসুবিধা হবে না।'   


Follow us on :