২৫ এপ্রিল, ২০২৪

Akhil: রাষ্ট্রপতির উদ্দেশে মন্ত্রী অখিলের মন্তব্য, হাইকোর্ট মামলা! ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-14 17:10:13   Share:   

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর (President Draupadi Murmu) উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করে রাজ্য রাজনীতি তোলপাড় করেছেন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। এবার তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে (High Court)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন। এই আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মন্ত্রী অখিল গিরিকে সরানো হোক মন্ত্রিত্ব থেকে সঙ্গে গ্রেফতার করার নির্দেশ দিক আদালত। যদিও অখিল গিরির মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হতেই নবান্নে (Nabanna) মুখ খোলেন মুখ্যমন্ত্রী (CM Mamata)।

এই মর্মেই মামলা দায়েরের আবেদন, যা গ্রহণ করেছে আদালত। এই প্রসঙ্গে মামলাকারী আইনজীবী বলেন, 'এই মন্তব্যের পর রাজ্য সরকার কোনও আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানি না। ও অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান। সব সাংবিধানিক সংস্থার প্রধানে নিয়োগ কর্তা। তাঁকে উদ্দেশ্য করে এভাবে বলা, আদিবাসি সমাজের বিরুদ্ধে বলা, এগুলো এক ধরনের হেট স্পিচ।' 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে নন্দীগ্রামের সভায় ঠিক কী বলেছিলেন অখিল গিরি? তিনি বলেছিলেন,'আমরা তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা? আমরা রূপের বিচার করি না।' আর শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে এভাবেই আলটপকা মন্তব্য করে বসেন অখিল গিরি। যদিও পূর্ব মেদিনীপুর তৃণমূলের এই নেতা ভুল বুঝতে পেরে বলেন, 'আমি দেশের সংবিধান এবং সংবিধানের রক্ষাকর্তা দেশের রাষ্ট্রপতিকে সম্মান করি। আমাকে নিয়ে যা বলা হয়েছে, সেই রাগে আমি এই মন্তব্য করেছি, আমি ক্ষমাপ্রার্থী।'

তারপর থেকেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। তাঁর বরখাস্ত চেয়ে সোমবার রাজ ভবন অভিযান করে বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি রাজ্যের আদিবাসী সমাজের তরফেও এদিন রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীর করা এই মন্তব্য সমর্থন করেননি। তিনি জানান,'রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য করা ঠিক হয়নি। আমি এই মন্তব্যের নিন্দা করি। আমি আমার মন্ত্রীর হয়ে ক্ষমা চাইছি। অখিল গিরিকে দল থেকে সতর্ক করা হয়েছে। দেশের রাষ্ট্রপতিকে আমরা সবাই সম্মান করি। এই ধরনের মন্তব্য যেন ভবিষ্যতে না করা হয়।'


Follow us on :