১৯ এপ্রিল, ২০২৪

Basanti: বাসন্তী বিস্ফোরণে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিক কেন্দ্র, বল ঠেললো কলকাতা হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-04 17:52:35   Share:   

এবার বাসন্তী বিস্ফোরণে (explosion) ঘটনায় এনআইএ (NIA) তদন্ত করবে কি না সে ব্যাপারে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। প্রসঙ্গত, গত ২৯ শে মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর (Basanti) ফুল মালঞ্চ অঞ্চলের ১১ নম্বর সরদার পাড়া গ্রামে বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে কার্যত বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ফারুক সরদারের। এই ঘটনার পরে থেকে আজও আতঙ্কের ছায়া গোটা গ্রামে। আতঙ্কে রয়েছে ফারুক সরদারের পরিবার। বোমার আঘাতে কার্যত নষ্ট হয়ে যায় গোটা মাটির বাড়িটিই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই বাড়ি।

সেই ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে কলকাতার হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এলাকাবাসীদের দাবি, মহামান্য হাইকোর্ট যা নির্দেশ দেবে সেটাই তাঁরা মেনে নেবে। আর এই ঘটনাকে এনআইএ তদন্ত হোক এমনটাই দাবি এলাকাবাসী সহ বিধায়ক শ্যামল মণ্ডলের।


Follow us on :