২০ এপ্রিল, ২০২৪

Governor: শপথ গ্রহণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, নীল হাড়িতে সাদা রসগোল্লা পাঠালো নবান্ন
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-23 13:26:46   Share:   

নির্ঘণ্ট মেনেই বুধবার রাজভবনে (Raj Bhawan) শপথ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Dr CV Anand Bose)। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম-সহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা।

নতুন রাজ্যপালকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে নীল হাড়িতে সাদা রসগোল্লা পাঠিয়েছে নবান্ন। তবে আসন বিতর্কে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট করে সেই শপথ বয়কটের প্রসঙ্গ উত্থাপন করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলও। তবে সাড়ে ৫ মাস পর স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। রাষ্ট্রপতি ভবনের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, যেদিন শপথ নেবেন, সেদিন থেকেই রাজ্যপাল পদে নিযুক্ত হবেন আনন্দ বোস। তাঁর পূর্বসূরি বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে নবান্নের সংঘাত সর্বজনবিদিত।

সেই সংঘাতের পরিবেশ বর্তমান আমলেও থাকবে কিনা, সেই দেখার অপেক্ষায় বাংলায় রাজনৈতিক মহল।


Follow us on :